ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তররে একটি প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয় । গত অর্ধ শতকে কারিগরি শিক্ষা বিস্তার এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।প্রতিষ্ঠানটির মূল কাজ দক্ষ মানব সম্পদ উন্নয়নে একাডেমীক কার্যক্রম পরিচালনা করা এবং কারিগরি শিক্ষা পাঠদান করা।উক্ত প্রতিষ্ঠানে ৪টি বিভাগ/ট্রেড রয়েছে। দুইটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় যথা-সার্টিফিকেট ও শর্ট কোর্স। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে জে.এস.সি(ভোক)-৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, এস.এস.সি(ভোক)-৯ম থেকে ১০শ শ্রেণি ও এইচ.এস.সি(ভোক)-১১শ থেকে ১২শ শ্রেণি। ৯ম থেকে ১২শ শ্রেণির জন্য প্রতিষ্ঠানে ৪টি ট্রেড বিদ্যমান-জেনারল ইলেকট্রিক্যাল, মেশিন অপারেশন বেসিকস, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ও ফার্ম মেশিনারী। এছাড়া এখানে বাংলাদেশ সরকারের ASSET প্রকল্পের আওতায় ৫টি শর্ট কোর্স(৪মাস/৩৬০ঘন্টা) চলমান আছে, এক্ষেত্রে অকুপেশন গুলো হলো-কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশ এন্ড মেইনটেনেন্সে, প্লাম্বিং, ওয়েল্ডিং, মেশিন শপ প্রেকটিস। প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে শম্ভুপুরে অবস্থিত।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস